বেশ তো ছিল আজ সকাল,
আবার কেন বৃষ্টি এলো!
মনটা যেন উদাস হয়ে,
কান্না দিয়ে চোখ ভেজালো !
ক্লান্ত আঁখি কবিতা ছুঁয়ে,
পদ্ম পাতায় ঘুম দিলো!
স্বপ্ন সাজে অলখ সুখে,
চুমে মদির মন মথিলো!
ভাবনা আজ ডুব সাগরে,
কোথায় যেন কিই হারালো।
শূন্য পাতা রইলো পড়ে,
পাগল বাউল কাঁদছিলো।