সেদিনও ছিলো
আকাশে এমনই ঘনঘটা।
তিনি চলে গেলেন।
থেমে গেল সে মহান কলম।
শ্রাবণের জল চোখের জল
একাকার হলো বাংলায়।
তিনি নেই। তবুও
তাঁরই লেখায় গানে মুখরিত
বিশ্বের আকাশ বাতাস।
শ্রাবণ এলেই অন্তর কাঁদে!
স্মৃতির নৈবেদ্য সাজাই
তাঁরই গানে কবিতায় ।
ভোলা যায় না __
ভুলতে পারি না সেই ক্ষণ__
সেই ঝরঝর মুখর
"বাইশে শ্রাবণ"।
*** কবিগুরুর প্রয়াণ দিবস স্মরণে ছোট্ট নিবেদন ।