মেয়েটা দাঁড়িয়ে আছে
মৃত্যুর মুখোমুখি।
খুলে গেছে মৃত্যুর দরজা।
এখন শুধুই অপেক্ষা।
মেয়েটা হয়ত ভাবছে __
এরপর শুরু কিংবা শেষ।
আর ভালো লাগছে না
ঝাঁঝরা হওয়া শরীরটাকে।
গলার স্বর বদলে গেছে,
ক্ষীণও হয়ে গেছে।
হাত নেড়ে কিছু বলতে চায়।
বোঝা যায় না শব্দ।
আমি ভয় পাই, ভীষণ ভয়!
অথবা শক্তি পাই না
ওর মুখোমুখি দাঁড়াবার।
ভীষণ লজ্জা করে
ওর অর্ধমৃত শরীরের কাছে
নিজেকে জীবিত ভাবতে।
ক্যান্সারের শেষ অধ্যায়।
আর আশা নেই___
মূহুর্তরা বড় দীর্ঘ মনে হচ্ছে।
শেষের অপেক্ষায়
শুধুই হতাশার দিন গোনা।