হঠাৎ বৃষ্টির মতো
আলটপকা মুখ থেকে
ছিটকে যায় কথা...
চেষ্টা করেও
ফেরানো যায় না, যাকে!
মরমে গেঁথে যায় ।
হতে পারে সে প্রেমের
অথবা ঘৃণার।
উত্তরে হয়ত অযাচিত
ভালবাসা আসে!
কিংবা ধিক্কার পেলে
জীবনটা কাটে নিদারুণ
আফসোসে!