তুমি যখন একা __
নিজেকে কি বুঝতে পারো?
পাও কি নিজের দেখা?
অন্য মানুষের কাছে এলে __
সে তোমার দর্পণ হলে __
নিজেকে যে চিনতে পারো।
তখনই বুঝতে পারো__
কতটা লুকাও নিজের মন
কতটা মেলে ধরো!
নিজের ভালো, নিজের মন্দ
দেখতে যদি চাও__
সাথে একজন মানুষ রেখে
আয়না করে নাও!!!