বাঁধ ভাঙা মেঘ
এক উড়নচণ্ডী বিকেলে
ভরলো আকাশ মিথ্যা আশ্বাসে!
ঝড়ের বেগে
উড়লো যে পাখির দল
রাত ঠিকানা পাওয়ার বিশ্বাসে!
চাতক তখন
চাইলো ফটিক জল __
উর্ধ্বমুখ কাত হয় হা-পিত্যেশে!
মেঘ ছিঁড়ে দিয়ে
সূর্য চাইলো পশ্চিমে __
উধাও বৃষ্টি তপ্ত হাওয়ার শ্বাসে!