মেঘ ডাকে __"আয়"!
এক অমোঘ আকর্ষণে
ছুটে যেতে মন চায়...
মেঘের বুকে কাঁপন রেখে
বৃষ্টি হতে ইচ্ছে করে
আবার নতুন এক সুখে!
বুকে জাগে শিহরণ...
ইচ্ছে করে ভরিয়ে দিই
যত  শুকনো নদী।
সবুজে সবুজ হয়ে যাক
খরা জমির বুক।
বহুদিন পর আবার ___
আজ এসেছে আষাঢ়।
মেঘের ডাকে সাড়া দিই,
আমিই সেই বৃষ্টি!
ঝরে পড়ি অঝোরে __
পূর্ণ হই পূণ্য মনে...