দুঃখের ওপারে
চলে যাব আমি হাসিমুখে।
যেতে যে হবেই সুখে।
থাক না যত জরা-বেদনা,
ভব সংসারের যাতনা...
থাক আদি-অন্ত অতৃপ্তি,
কায়ার ছায়ার আড়ালে!!

চলে যাব আমি।
থাকবে একাকী নির্জনে
যত ক্লান্ত কাগজ-কলম,
আমার একলা ঘর!
অসমাপ্ত কবিতার কথায়
ফেলে রেখে যাবো সুখ!
চির নিস্তব্ধ মনের গভীর!

পিছুটান না রেখে,
উড়ে যাবে শ্রান্ত বলাকা।
আমি ফিরে দেখব না আর
ধীর পায়ে হাঁটা ডাহুক,
পুকুরের পাড়ের কাদায়...
শুধু শুনতে পাব
দুঃখ-পরপারের ডাক!!