আমি তোমার বিরহে রহিব বিলীন(অ্যাক্রোস্টিক ফরম্যাটে কবিতা)

আজি বাজেনি তব বাঁশরী,
মিষ্টি মধুর সুরে।
তোড়া জোড়া রহিল পড়িয়া ;
মান করিয়াছে বুঝি...
রত্নহার পড়িল খসিয়া
বিবশ দিবস শেষে!
রহিলা বাতায়নে বসিয়া,
হেরি সে চন্দ্রমা!
রহি  একাকী কত না রাতি,
হিসাব রাখে না কেহ!
বনবীথি কাঁদে তব বিরহে
বিছাইয়া মুগ্ধ নিশীথ।
লীন হইয়াছে যত মন ব্যথা _
নব রাত্রির সোহাগে।