কবিতার আসরে আজ আমি ১০০ তম কবিতাটি প্রকাশ করলাম। কৃতজ্ঞতা জানাতে চাই শ্রদ্ধেয় এডমিন ও সকল লেখক লেখিকা এবং পাঠক পাঠিকাদের। সকলের ঐকান্তিক শুভেচ্ছা ও ভালোবাসা না থাকলে আজ আমার এতদূর আসা সম্ভব হতো না।
আমার প্রকৃত নাম, পারমিতা ব্যানার্জি। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে থাকি। কবিতার আসরে আমি পারমিতা৫৮(অনুরাধা)। অনেকের প্রশ্ন ছিল ৫৮ কেন। আসলে আমার ১৯৫৮ সালে জন্ম। আর আসরের শ্রদ্ধেয় কবি, কবিবর প্রনব মজুমদার প্রদত্ত আমার নাম অনুরাধা কবি। তাই তাঁর আশীর্বাদ আমি আমার নামের সঙ্গে রেখেছি।
চার মাস ধরে কবিতার আসরে আমার পথ চলা। কতদিন চলতে পারব জানি না। তবে আজ আমি আপ্লুত সকলের আশীর্বাদ, শুভেচ্ছা ও ভালবাসায়। আমি ধন্য হই আমার লেখা যখন কারো ভালো লাগে।
সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আবারও সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নমস্কার।