কদিন ধরে
একটা মশা আমায় খুব জ্বালাচ্ছে।
রাত হলে, আলো নিভে গেলে
ওর উপদ্রব শুরু হয়।
যতই মশা মারার দাওয়াই
দিই না কেন ___
সব হজম করে নিয়েছে।
ওষুধ খেতে খেতে
ওর প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত বেড়েছে!
দিনের আলোয় বিছানার মধ্যে
কোথাও ঘাপটি মেরে থাকে।
রাত বাড়ালেই ও আক্রমণ শুরু করে
আমার গালে, চিবুকে!
ঈশ্বরকে অনেক অনুরোধ করেছি।
ঈশ্বর আমাকে বলেছেন __
মশা, মশার কাজ করেছে।
তুমি ওকে মারতে পারনি।
তুমি হেরো॥