আবারো বন্দী হলাম
দশ বাই বারোর ছোট্ট ঘরে।
আমি কিন্তু ভাবতে চাই না
আমি ভীষণই একা।
পূবের আর দক্ষিণের জানলা
আমার এখন সঙ্গী।
ভোরের সূর্য ঢুকে আসে
আমার ঘরের জানালা দিয়ে।
রোদ্দুর লুটোপুটি খায়
বাসি বিছানায় __
কত কথা হয় দুজনের।
ভোরের কত পাখির কূজন
সঙ্গত করে
আমাদের আলাপে বিলাপে!
দক্ষিণের জানলা দিয়ে
সকালের মিষ্টি হাওয়া
পরশ দিয়ে যায় আমার
অসুখ শরীরে।
আম গাছে দোলে
সবুজ সবুজ আমের থোকা।
ওরাও আমাকে সঙ্গ দেয়।
ভোর হতে না হতেই
গাছে গাছে
কত পাখির আনাগোনা।
হরেক পাখির ডাক,
নানান শিস,
আমার সঙ্গে কথা বলে যেন।
অসুস্থতায় বন্দী আমি
একা হই না তাই কক্ষনো...