আজকাল অ্যালবামে
কেউ ফোটো সেঁটে রাখেনা!
খুব তাড়াতাড়ি তাই
সদ্য অতীতকেও ভুলে যাই!
অনেক বছরের পুরোনো
সাদা কালো ছবি
মনে সাজাই ধূলোয় __
যেখানে চেনার ভীড়ে
আমাকেও অচেনা মনে হয়!
ছবি যেন শুধু এক "ছবি" ই!
আমার "আমি" র সাথে
মিল পাই না কিছুতে...
যেন বদলে গেছি আদতে!
বদলে গেছে অতীত ছবির
আমার পার্শ্ব চরিত্রেরাও__
কেউ কেউ রঙিন!
কেউ সাদা কালোয় বিলীন!!
ভাবতে ভালো লাগে __
আমি জেগে আছি অনায়াস!
আমার "আমি" কে যে
বড্ড ভালবাসি বারোমাস...