কাল হয়েছে ন্যাড়া পোড়া,
            আজকে খুশির দোল।
কৃষ্ণ রাধার  চলবে লীলা,
             বাজবে মাদল খোল!!

ওরে দোল দোল দোল!
আবিরে রাঙিয়ে তোল!

আকাশ আজ মান করেছে
          নিয়ে হাল্কা মেঘের বোল!
তবু বসন্ত উৎসবেতে আজ
          মনে রঙেরই সোরগোল!!