উঠলো আজ পাগল হাওয়া...
আকাশ নীলে
মেঘের দল উড়ছে এলোমেলো...
শান্ত শরৎ ছবি, মেঘের স্রোতে
আজ যে দিশেহারা!
তারই ফাঁকে
হঠাৎ হঠাৎ তপ্ত রোদের নেশা
মাতাল করে দুপুর!
নদীর পাড়ের কাশের ছন্দ __
হেসেই করছে লুটোপুটি।
ভুঁয়ে পড়া শিউলিরা সব আজ
ছুটছে এদিক সেদিক...
ঘুঘুর ডাকে স্তব্ধ দুপুর বেলা
কেন যেন আমার বুকে নেই __
মনটা আজ ছটফটিয়ে উঠে
কাকে যেন খোঁজে!
হঠাৎ বিশাল কালো মেঘ
আকাশ দিলো ছেয়ে.....
নিভিয়ে দিনের বাতি
ঝমঝমিয়ে নামল বাদলধারা!
মন যে হলো পাগল পারা ।
এমন দিনে স্বপ্ন আমায় ঘেরে!
এ সবই হলো
হঠাৎ এক নিম্নচাপের জেরে!