অবশেষে এলো সে।
বলল কথা ভালবেসে,
হেসে হেসে আয়েসে!
নূপুর পায়ে শব্দ তুলে,
অভিমানের সব ভুলে,
হানলে খুশি হৃদি মূলে।
গুমোট তাতে কাটে কী!
শ্রাবণধারা আছে বাকী,
মন ভরাতে তাই ফাঁকি।
এলো যে আষাঢ়ে বৃষ্টি।
জলে কাদায় ফষ্টি নষ্টি!
প্রথম বাদল বড়ই মিষ্টি!