দেহের বোঝা বইতে পারা সহজ নয়,
নিজের মতন হইতে পারা সহজ নয়,
আদি পাপে পুণ্য দেহের পচন হয়-
দেহের ভেতর সাধন ধরা সহজ নয়।
মনের ভিতর হাঁপিয়ে উঠা সান্ত্বনা
নীতির কথা ভুলের মানে জানতো না,
'আমি' কি তাই জানলে সাধন সিদ্ধি হয়
এক জীবনে 'আমায়' বোঝা সহজ নয়!!