যেখানে নিখোঁজ চিল আকাশ খুঁজে ফেরে,
বৃষ্টি এসে ধুয়ে দেয় ডাকবাক্স-
নোনা ঘামের অপেক্ষা।
অথবা,
চাঁদের স্বপ্নে বিভোর থাকে কোন নির্ঘুম জানালা।
জোছনায় ভেসে যায় দীর্ঘ রাতের সমাধি-
বালকের সব অভিমান।
সেখানে তোমার কোন স্থান নেই,
তোমার স্থান নেই কোন নীল রাতের নীরবতায়
আমার কোন নিজস্বতায়।