যে ছেলেটি কাঁদলো একা,
নয়ন জলে ভাসলো একা,
মনের দুঃখে ডুব দিল যে জলে।
আমরা কি তার খবর নিলাম?
উল্টো তারে গাল পারিলাম-
বাউন্ডুলে, হতচ্ছাড়া, নষ্ট ছেলে বলে!

নষ্ট ছেলে দস্যি ছেলে,
হঠাৎ ভীষণ কান্না পেলে-
থাকতো বসে পূবের জানালা ধরে।
রাগ করে পরের কথায়,
দস্যি ছেলে রইল কোথায়-
রোদ মাখা ঐ জানালাটারে ছেড়ে!

দিন ফুরালো রাত্রী এলো,
কেউ কি তার খবর পেল!
মাঝরাতে কে ডোবার জলে ভাসে?
যাস যদি কেউ একা একা,
ভোর রাত্রীতে পাবি দেখা-
জলের তলায় নীল জোছনার পাশে!!