তোমার ছোঁয়া আঙুলগুলো চুলের ফাকে,
খুজলো আদর জোছনা রাতে, যখন তখন-
গভীর জলে নাক ডুবিয়ে ইচ্ছে মতন।
যেদিক খুশি ডুব সাতারে শাপলা পাতা,
রাগলে ভীষণ শান্ত লাগে,
তোমার মতন!
চৈত্র মাসে দুপুর বেলা আগুন হাওয়া-
পাথর কুঁচির হারিয়ে পাওয়া, আত্মকথন
বুকের ভেতর তোমার হাসির ছন্দপতন।
স্বর্নমুখীর জ্বরে বিকার নকশিকাঁথা,
সাজলে ভীষণ দস্যি লাগে,
তোমার মতন!