আজ কোন কাব্য নয়,
বিষাদের কান্না শুনতে চাই।
কালো ডাইরিটার মলাটে লিখে দিতে চাই-
একসময় তুমি জীবিত ছিলে!
তোমারও অস্তিত্ব ছিল-
ঐ দাঁড়কাকটার মতো,
অন্ধকারময় রাতের মতো,
অনুতপ্তহীন নিশ্বাসের মতো,
আর ছিল দূর থেকে চেয়ে থাকা এক মানবিক বেশ্যা।

চিত্ত ভাঙ্গার কোন শব্দ পাওয়া যায়না
কিছু হারিয়ে যায় একাকীত্বে
আর কিছু শহরের কোলাহলে ঘাড় গুঁজে থাকে।
তারপরও সাড়ে পাঁচ ফুট সুখের লোভে-
কতবার ভিজিয়েছি শার্টের হাতা,
ইট-পাথরের নোংরা গলিতে খুঁজেছি সোডিয়ামের স্বপ্ন,
দেয়ালে দেয়ালে টাঙিয়েছি আমার নিখোঁজ বিজ্ঞপ্তি!!