একদিন সব ভুলই হবে,
ভুল শব্দে ভরবে শহর।
ফুটপাতটা থাকবে ফাঁকা,
ব্যস্ত রবে রাতের প্রহর।
শেয়ালগুলো থাকবে উপোষ,
স্লোগান হবে হুক্কা-হুয়া।
চাঁদ লুকাবে ছাদের আড়াল,
ট্র্যাফিক জ্যামে কাকতাড়ুয়া।
একদিন সব ভুলই হবে,
রিক্সাগুলোয় বাজবে বাঁশি।
আকাশ থেকে ঝরবে তারা,
টাকার দামে বিকবে হাসি।
ছেঁড়া ঘুড়ি ঝুলবে তাঁরে,
স্বপ্ন দেখা থাকবে মানা।
সেদিন ঘরে একটা ছেলে,
গুনবে বসে সর্ষে দানা।