যদি কখনো কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে
একবারের জন্যেও নীচে তাকাও-
তবে তুমি ভয় পাবে
একথা বলছি উইথ ওভার কনফিডেন্স।
কেনো না তোমার চোখে পড়বে
ঘিঞ্জি বস্তির দূষিত কাহিনী,
চোখে পড়বে না আবরিত শহরের অন্তরআত্মা,
যেখানে কারা যেন-
তাঁবু খাটিয়ে বেদুইন জীবনযাপন করছে
তিনটে ইটের উনুনে রোজকার পিকনিক,
বিকিয়ে দেওয়া দেহ থেকে
ভোর রাতের আলোর মুছে দেওয়া লিপস্টিক
স্কুলছুট ছোট্ট কচি হাতে ইটের পাঁজা,
এসব কজনই বা দ্যাখে!
দ্যাখার চোখ থাকা চাই।
আর দেখবেই বা কি করে!
কারন তারা এত উঁচুতে থাকে যে
তুমি কোনো উঁচু স্থানে না দাঁড়ালে
তাঁদের দেখতেই পাবে না।
©পাপাই সেন