নেমে আসে মরুবিকেল
অগোছালো রোদ মিশে থাকে বালির কণায় কণায়
হাতড়ে হাতড়ে খুঁজি তোমায়
নিদারুণ সত্যের গোলকধাঁধায় হারিয়ে
ফেলি নিজেকে রোজ।
আরো একটা দিন পার হয়ে গেলে বুঝি
হাতছানি দেয় তোমাকে খোঁজার ব্যর্থ প্রচেষ্টা,
আমাকে দেখে
শোকমিছিল বেরকরে জোনাকিরা
আধারে রাতে,
ছায়াপথ আকাশগঙ্গা থেকে
মুছে যায় নক্ষত্রের আলোর গন্ধ, দাগ।
স্মৃতির খাতা থেকে ছিড়ে যায়
থরে থরে সাজানো পাতা,
তাতে লেখা ছোটখাটো প্রেমকথা।
এসব স্মৃতির সমুদ্র থেকে উঠে এলেও
তোমাকে খুঁজে পায় না আমি আর।
©পাপাই সেন