হওয়ার দাপট চোখে মুখে
ছুটে এসে লাগছে আলোর গন্ধ-
ফুটে যাওয়া পলাশে ভরেছে
গাছের ডাল। চোখাচোখি

শব্দ বিনিময়,ছড়িয়ে পড়েছে
পরিচিত কথা। আলগা প্রসাধন 
থেকে কুড়িয়ে রাখছি প্রেম,
অন্ধকারে হাতড়ে হাতড়ে পাব

কি কাউকে?পারব কি তার 
হাতে তুলে দিতে ইচ্ছে মৃত্যুর 
প্রাণভোমরা?যদি অবয়ব 
প্রতিশ্রুতি নিয়ে ছুটে যায়,

সে  কি বাড়াবে হাত?
নিজেকে সপে দেবে আমার
হাতে।জানি না আমি কেবল,
বসন্ত বিকালে তার আলগা…

চুলের দিকে চেয়ে থাকি।
দেখি শেষ বিকেলের রোদে,
সে কতটা উজ্জ্বল।কতটা 
পরিপূর্ণ তার মনের কিনারা।

আর এক গভীর দীর্ঘশ্বাসে
পার হয় ভাঙা সাঁকো,
আর তার কাঁধের লুকানো 
তিল আমাকে আকৃষ্ট করে,

ঠোঁটের প্রান্তভাগ দিয়ে ইচ্ছে
করে ,একটা দীর্ঘ প্রতীক্ষার
চুমু রেখে যায়, কিন্তু
আমি জানি সে সমস্ত প্রীতিক্ষা 

সে লুকিয়ে রাখবে শরীরের 
ভাঁজে ভাঁজে, পারবো কি 
মাখিয়ে দিতে মুখে গালে আবির 
কোনো এক বসন্ত বিকালে।
                              
                         ©পাপাই সেন