ব্যথাদের অনুধাবন
                        
জলপাই বাগানে ঝড় উঠলে নিমেষেই
লন্ডভন্ড হয়ে যায়, আমার সংবেদনশীল লবণহ্রদ।
সেই সুযোগে
তখন আততায়ী দুঃখেরা তৈরি করে ব্যথাদের
সুনির্দিষ্ট চারণভূমি।
সেক্ষেত্রে আত্মাহুতির আগুনে কোনো ঘিয়ের প্রয়োজন
হয় না…
নদীস্রোতের বহনশীলতায় কচুরিপানার
পর্যাপ্ত জীবনসংগ্রাম কোনো প্রকার আক্ষরিক
অনুবাদের ধার ধারে না।
সে তার নিজস্বতাকে একাগ্রভাবে অনুধাবন করে
এই আকাঙ্খায়,
যদি ব্যথাদের কোনো মীমাংসা লাভ করতে পারে।