তুমি চলে গেলে
আমি ব্যালকনিতে এসে দাঁড়ায়
দেখি কুয়াশার চাদরে কেমন ঘুমাচ্ছে,
শীতের শহর।
দেখি চৌরাস্তার প্রতিটা মোড়ে
শুয়ে আছে বেওয়ারিশ লাশ,
চারপাশে পোড়াকাঠ
বাতাসে ওড়ে শ্মশানের ছাই।
অনুভব করি
মগের-মলুক দেশটাই,
কোনো স্থান নেই
চুনোপুটিদের
এখন রাজত্ব রাঘব-বোয়ালের
এসব দেখার পর,
ঝাপসা হয়ে আসে দুচোখ
মাইনাস পাওয়ারে অনুভব করি
চশমার প্রয়োজনীয়তা।
আশা নেই-
আর একটা শিশিরে সকাল
নেই আশা রোদেলা দুপুর,
তাই আবার ঘরে ফিরে যায়।
©পাপাই সেন