মৃত্যু কাহাকেও বেদনা দিয়েছে ,
মুক্ত করেছে কাহারও জীবনের তরী ।
অকাল মরনে ডুবিয়া দিয়েছে ,
স্বজন হারা করিয়াছে পুনঃপুনঃ স্মরি।
হায় বিধাতা লজ্জা হইবে তম,
কেন করিয়াছো নিজেরে ভাঁড়েরসম !
অকাল প্রয়াণ কেন রয়েছে তোমার খাতায় ,
বিধাতা কি লিখিয়াছো,নিজ হাতে স্বজন মৃত্যু পাতায় ?
বেদনা দিয়েছে ফাঁসির আবেগ,
ধ্বংস করেছে তোমার প্রতি ভরসার মান ।
উত্তর দাও পাষাণ হৃদয় তুমি,
কেন বয়সের আগে কারিয়া নিচ্ছ প্রাণ ?