কাঠের-মাঠির ওই পুতুলগুলো দেখ!
কেমনে হাসে আমায় দেখে,
পড়নে মোর এক খাদী ছেঁড়া বস্তা ,
বুঝিয়ে দেয় আমার মূল্য আজ সব চেয়ে সস্তা!!
বিষে ভরা মনেতে আজ বাঁধলো রে
আগুনের লেলিহান শিখার সূক্ষ্ম রেখা ,
ওই কাঠের পুতুল ,হাসিস কেমনে দেখে মোর ,
আমিতো আজ ইহাতে;ভাগ্য দিয়েছে ঘুরিয়ে মোড়।
শুধু হাসি আসে তোর?হাস হাস দাঁত কেলিয়ে হাস!
তবুও রহিবে তুই; চিরকাল পরের করুণায়,
আজ আমি তো স্বাধীন; স্বাদহীন ভাবনা তবুও রয়,
তুই তো কাঠের পুতুল,বল তো সংগ্রাম কাহারে কয়?
তারিখ - ১৭/০৮/২০২১
সময় - রাত ০১:২৫