দেবজ্যোতি পাল
বাইরে গাঢ় শীতল হাওয়া
কম্পমান অবস্থায় নিজেকে একফালি চাদরে
সুখ খুঁজি নিভৃতে নির্জনে ,
পাই কি ? দগ্ধমান কাঠ
গণগন করে জ্বলছে নীলাভ থেকে কমলায়
তাও সুখ পেলাম না এমনে।
ভোরের সূর্য দেখা দেয়
খেজুরের রসের গন্ধ মোহিত করে মোরে
ঘ্রাণ নাকে নিতে নিতে,
খুঁজি সুখের ঠিকানাকে
দ্বিপ্রহর হতে হতেই তারির মাদকতা অনুভব
ক্লান্ত আমি নয় আর
সুখ খুঁজি পাই এমনিতে।
পোষ মাসের শেষে
নাড়া দেয় মনেরে ;পিঠে-পুলির স্বাদ মাখতে
মনে পড়ে যায় সেইরে,
মায়ের হাতের কুলি পিঠে
তরকারীর কিংবা খেঁজুরের গুড়ের পিঠে
এমনে সুখ খুঁজে পাইরে।।