মায়াবী রাত্রি,গগনে রাশি রাশি রত্ন
পূব আকাশে আবেগীয় বিধু
নিশির পানে অপেক্ষারত এক নারী
কিসের তরে এমন?
প্রেম নাকি প্রকৃতির টান!!
এলোকেশী আবছায়া শরীরটা মিলিয়ে গেলো...
ক্ষনিকের মাঝে!
একটা ভাঙ্গা হৃদয় , টুকরো টুকরো হয়ে
সেইদিন সঙ্গ চাইছিল
আসেনি কেউ কভু।
প্রেমে মোচন , হৃদস্পন্দন স্তব্ধ , শীর্ণ কঙ্কালসার দেহ নিভৃতে খোঁজে এক সঙ্গ।
আবারও প্রকট সেই মায়াবী নারী
মুখহীন, চোখবিহীন , হাত পা শূন্যে ভাসে...
কে এই নারী!কেন আগমণ!
মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় মোরে;
অস্পষ্ট স্বরে ভেসে আছে ' বাঁচ তুই ! নিজের জন্য শুধু!'
সেই মায়াবী চোখ আজও খোঁজে তারে,
বিফল হয়েছি আজ আমি।
শুধু বেঁচে আছি মাংস পিণ্ডের দেহে
মৃত্যু হয়েছে বিদেহী আত্মার...
সেই মায়াবী নারীর জন্য আজও প্রতীক্ষায়!!
তারিখ :১৬/১২/২০২১
সময় :রাত ১১:৫০