পারিনে আমি সইতে ,
ওই অসৎ-পথের ধারা।
না হইলে বাঁচবো আমি,
নোংরা বাঁকা পথ ছাড়া।
চাই না আমি খুনের বাড়ি,
নাই বা সখের গাড়িখানা!
সৎ ভাবেই বাঁচবো আমি
পেটের রুটি,নয় আধখানা!
আদর্শতা রয়েছে দেহে,
বুলেটপ্রুফ বর্মের ন্যায় ঢেকে।
সুখ কুড়াবো মনের থেকে,
পাখির মতো ডানাটি মেলে।।