আজকেও বধির হয়ে বসে
প্রকাশ করতে ব্যর্থ যে আমি ।
কবে যে আসবে দিন ওই
সাহস করে বলবো যে আমি
ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
হয়তো সেও চায় বলতে আমায়......
পারে না বন্ধুত্বের হাত ছিন্ন হওয়ার ভয়ে।
তবুও আমি তারে মনে মনে অনেক ভালোবাসি।
এ যে অপ্রকাশিত ভালোবাসা,
কবে যে ফুটবে মুখের ভাষা ,
প্রকাশ করবো সামনে তার
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো।
আছি তো বর্ষার আশায় চাতক পাখি হয়ে
সুদিনের অপেক্ষায়....
প্রকাশ করবো তার হাতটি ধরে ।