আমি স্নাতক পাশ,
কিছুদিন পর স্নাতকোত্তর পর্যায়ে পৌঁছবো....
আমি বিজ্ঞানের ছাত্র
বিজ্ঞান আজ আমার কাছে জলের মতো স্বচ্ছ হয়েছে ।
আমি এইতো কালকে বিড়ালের রাস্তা কাটা দেখে দশটা মিনিট রুখেই গেলাম ,
আমার জ্বর হলেই আজও ঝার ফুঁক বিশ্বাস করে বয়ে চলি কাঁধে..
শুধুই কি তাই!!
আজও কুসংস্কার নিয়ে কতই না রচনা পড়ে চলেছি ;
লোক সমাজে মাইকের উচ্চস্বরে আমার ভাষণ শোনা যায় বহুদূর পর্যন্ত.....
বিষয় কি?
কুসংস্কাাচ্ছন্ন মন থেকে কীভাবে বিজ্ঞানের আলোকে উঠবে সমাজ ।
আজও কুপ্রথার বিরুদ্ধে অস্ত্র তুলেছি সকলের সামনে ,
কিন্তু আজও মানি আমি তা।
আমি বিজ্ঞানের সেই ছাত্র, পরীক্ষা একশো তে একশো আমার পাওয়া।
আমি আজ স্নাতকোত্তর পড়ছি; তাও আবার বিজ্ঞান বিষয়টিকে নিয়ে ....
আমি আজও গোঁড়ামির মায়াজালে বিভোর হয়ে পড়ে;
শিক্ষার হাল আজ এই !
হ্যাঁ ,আমি বিজ্ঞানের সেই ছাত্র যে বিজ্ঞান নিয়ে পড়ছি ;
কুসংস্কাাচ্ছন্ন মানসিকতা নিয়েই!
আজও মানুষের সেই অন্ধবিশ্বাস আমার মধ্যে বসবাসরত;
আমি তো বিজ্ঞানের ছাত্র !!