এ নয় ছদ্মবেশ
অজিত কুমার কর

স্তম্ভিত একেবারে
ভুলেও ভাবিনি এমন ঘটতে পারে।
বহুদূরে থাকে এল ন'বছর পর
এ কী হাল ওর চেনা বড় দুষ্কর।

কী জন্য ফের গাঁয়ে
অতি সাধারণ বেশভূষা ওর গায়ে।
আমার মতোই এখনও রয়েছে একা
মোটেও ভাবিনি পুনরায় হবে দেখা।

গভীর হাপিত্যেশ
মনে হল যেন ধরেছে ছদ্মবেশ।
কীসের দুঃখ সেচ্ছা নির্বাসন
কিন্তু আমি তো ওরেই সঁপেছি মন।

কেন ও লুকিয়ে ছিল
যা বলার সব ইংগিতে বলে দিল।
অনুশোচনায় ভীষণ জর্জরিত
আশ্বাস পেয়ে হয়েছে আহ্লাদিত।

দুটো হাত চেপে ধরি
আমি তো তোমার, সাদরে বরণ করি।
পুনর্মিলনে অশ্রুসজল আঁখি
খাঁচায় বন্দি এবার দুইটি পাখি।

আঁধার সরিয়ে ভোর
ভীষণ শক্ত অদৃশ্য প্রেমডোর।
করেছি উভয়ে যত যন্ত্রণা ভোগ
পরিশেষে এল মিলনের এ সুযোগ।

© অজিত কুমার কর