উৎকর্ষতা
অজিত কুমার কর

মাতৃভাষাকে করো-না অসম্মান
গর্ভধারিনী মায়ের মতোই ভাষা
পোষণ করছি একটিমাত্র আশা
মাতৃভাষার গাও সবে জয়গান।

কত মা'র কোল এক নিমেষেই খালি
শুধু চেয়েছিল বাংলার স্বীকৃতি
দস্যু সেদিন মানেনি তা যথারীতি
আঁকা হয়েছিল মাটিতেই বর্ণালী।

বাংলার প্রতি কেন এত অবহেলা
এর মিষ্টতা ধরণিতে সুবিদিত
এই মতামত গুণির সুচিন্তিত
প্রত্যাশা তাই আর নয় হেলাফেলা।

উজ্জ্বল হোক ভাষার ভবিষ্যৎ
নোবেল আসুক আবার ওখান থেকে
'লালন করব বাংলাকে প্রত্যেকে'
সকলেই নিন আজকে এই শপথ।

© অজিত কুমার কর