উঠল হেসে চাঁদ
অজিত কুমার কর
একটুখানি সুযোগ পেতেই
মুখ দেখাল চাঁদ
তা না হলে পিছাতো ইদ
সব মজা বরবাদ।
রং লেগেছে জলের কণায়
বক্র ধনুক ওই
ঝিরিঝিরি বৃষ্টিধারায়
দেখায় ব্যস্ত রই।
সকাল হলেই ইদের নমাজ
আনন্দ উৎসব
খাওয়াদাওয়া দেদার ফুর্তি
দেখছি আশৈশব।
বাতাসে সুগন্ধ ছড়ায়
কদম্ব বকুল
এসো ফোটাই সবাই মিলে
সুসম্প্রীতির ফুল।
পেখম মেলে নাচবে ময়ূর
গাইবে পাখি গান
এমন দৃশ্য দেখে সবার
জুড়াবে মনপ্রাণ।
© অজিত কুমার কর