উঠবে সুনামি ঢেউ
অজিত কুমার কর
কার নির্দেশে বোধনের আগে দেবীর বিসর্জন?
কী এমন হল রাতের আঁধারে দুষ্কর্ম এমন!
নিগ্রহে যারা হাত লাগিয়েছে এ তাদের বিশ্বাস
অভয়া জেনেছ ওদের কুকাজ পাছে করে দেয় ফাঁস।
ধরা পড়ে গেলে সমূহ বিপদ পরিণামে হবে জেল
এমন ধারায় রুজু হবে কেস কখনো পাবে না বেল।
সিন্ডিকেটের তখন কেউই পাবে না পরিত্রাণ
তাই নির্দেশ, দেবীকে সরাও কেড়ে নাও ওর প্রাণ।
বিদায়ঘন্টা তাই বেজে গেল ঘটল বিপর্যয়
গর্জে উঠল পৃথিবীর লোক বড়ই দুঃসময়।
সুবিচার চেয়ে রাস্তায় বসে জুনিয়র ডাক্তার
শামিল হয়েছে জনসাধারণ যা ভীষণ দরকার।
স্বাস্হ্যভবনে ঘুঘুর বসত চাইছে রদবদল
পদাধিকারীরা সকলে জড়িত আঁটে শুধু কৌশল।
অযোগ্যদের চলে রমরমা কৃতীরা হয় নাকাল
পাহাড়প্রমাণ ক্ষোভ প্রশমনে সরকার বেসামাল।
সুপ্রীমকোর্টে চলছে শুনানি কবে হবে এর শেষ
তাকিয়ে রয়েছে ওদিকে সবাই চলছে হাপিত্যেশ।
দোষীরা শাস্তি পাবে কী পাবে না জানি না আমরা কেউ
যত দিন যাবে জনতার রোষে উঠবে সুনামি ঢেউ।
© অজিত কুমার কর