উড়িয়ে দিলাম শ্বেত পারাবত
অজিত কুমার কর
বিশ্বজুড়ে শুধুই হানাহানি
পুতিন তোমার দুহাত রক্তে লাল
কেন এমন অভিসন্ধি মনে
হত্যালীলা চলবে কতকাল?
জান না কী দুটো বিশ্বযুদ্ধে
কী হারাল সোনার ভূমণ্ডল
বলতে পার লাভ হল কার তাতে
ঝরেছিল অগাধ অশ্রুজল।
বোমাবর্ষণ চলছে মুহুর্মুহু
হাজারো প্রাণ বিনাশ প্রতিদিন
লিপ্ত আছে ইসরায়েলী সেনা
জীবনযাপন দুঃসহ সঙ্গিন।
'অবিলম্বে যুদ্ধ বন্ধ কর'
এমন কথা বলছে না তো কেউ
সংবেদনশীল নেতানেত্রী যত
তুলছে না তো প্রতিবাদের ঢেউ!
তাহলে কী ভাববে বিশ্ববাসী
সকল নেতাই যুদ্ধ করতে চায়
দ্বিচারিতা সদম্ভ ভাষণে
বোঝা দুষ্কর ওদের অভিপ্রায়।
উড়িয়ে দিলাম এক পারাবত সাদা
কেউ যেন না হারায় যুদ্ধে প্রাণ
রাষ্ট্রপুঞ্জে বসুক শান্তিসভা
ধ্বনিত হোক সাম্যবাদের গান।
© অজিত কুমার কর