উপরওয়ালার দান
এটা তো নয় পুরো সংসার আরোও ক'জন ঘরে
ওরা কি সব আসছে হেঁটে নাকি আনবে পরে?
আরো দু'খেপ দিতে হবে
মিলবে রেহাই আমার তবে
উপরওয়ালার দান তো ওরা আটকাব কী করে!
শ্রাদ্ধশেষে ফলার
প্রথম পাতেই ছ'ধামা খই কলা-গজা-দশ সরা দই
এরপর ফের আরও পাঁচবার কলামিষ্টি দই সহ খই।
খাওয়ার পরে তুলল ঢেকুর
বেরিয়ে এল হাওয়া ফুরফুর
বোষ্টুমী অভুক্ত ঘরে পুঁটুলি দিন ঘরমুখো হই।
© অজিত কুমার কর