উগ্রমূর্তি
বদরাগী বউ কর্তা মাতাল
ঝগড়াঝাঁটি সন্ধ্যা-সকাল।
ছোঁড়ে যা পায়
লাগল মাথায়
'নুন মাখাবো ছাড়িয়ে ছাল'।
বড় গোঁফ
ভেবেছিল বড় গোঁফ জোগাবেই শক্তি
কলিজা যে ফোঁপরা, তাও একরত্তি।
নাকানিচোবানি খায়
এই বুঝি পদ যায়
নীলপাড় শাড়িতেই তার যত ভক্তি।
© অজিত কুমার কর