উভয় সংকট

ডানা থাকলে উড়াল দিতাম চেপেই রাখি রাগ
পারলে আমায় চিবিয়ে খাবে বাঘিনী, নয় বাঘ।
বউ বলে ঘর ছাড়তে হবে
তোমার সাথে থাকব তবে
মা কী তবে একলা র'বে আমি বলির ছাগ।


একটি ফুল

ফুল তুলতে গিয়েছিলাম নিয়ে এলাম পাতা
একটিমাত্র ফুল ফুটেছে সবুজ আসন পাতা।
প্রজাপতি বসুক ওটায়
মনময়ূরী আনন্দ পায়
'পাতা আনলি ফুল কোথা রে', দেখে শুধায় মাতা।

© অজিত কুমার কর