তুমি অনন্য
অজিত কুমার কর


হাজার ফুলের ভিড়ে গোলাপ অনন্য
তোমার গুণের কাছে যে কেউ নগণ্য।
তবু আমি ছুটে যাই
দেখেই সাধ মেটাই
তুমি ছাড়া এ জীবন একেবারে শূন্য
অযথা আমার প্রতি হয়ো নাকো ক্ষুন্ন।


তোমারেই ভালোবাসি এ বাসনা গুপ্ত
একাকী লালন করি রয়েছে তা সুপ্ত।
পথপানে চেয়ে রই
হাতে কবিতার বই
যদি না এপথে আস এ আশা বিলুপ্ত
শ্মশানের নিরবতা সারাখন চুপ ত।


রূপ আছে রস আছে রয়েছে সুগন্ধ
সুরভিতে বিমোহিত বায়ু মৃদুমন্দ।
প্রজাপতি ওড়ে কত
বসন্ত সমাগত
পদ্মপাতায় জ্বলে শিশিরের বিন্দু
ডুবুরি মুকুতা তোলে সেঁচে মহাসিন্ধু।


ফুল ফুটলেই অলি গুনগুন গুঞ্জে
ডানা মিলে উড়ে যায় কুঞ্জে নিকুঞ্জে।
বিমুখ করো না তুমি
দক্ষিণা মৌসুমী
ঝরাতে তুমিই পারো এ মরুতে বৃষ্টি
ক'রব দুজনে মিলে নব নব সৃষ্টি।


© অজিত কুমার কর