টুকলিবাগিশ

টুকলি করে ডিফিল ডিগ্রী আগেও পেত পাচ্ছে আজও
ওরাই বসত উচ্চ পদে নকল গর্বে করত কাজও।
ওসব লোকের লম্বা হস্ত
ধুরন্ধর ও চালাক মস্ত
ওদের হাতে প্রচুর অর্থ তাইতো বজায় ঝাঁজও।



মুখ লাগিয়ে চুষবি

গোয়াল এখন গাভীশূন্য আছে দশ শুয়োর
এবার এলে চুষবি বাঁটে, লাগলে খিদে তোর।
এই সুখবর করিস প্রচার
প্রবেশ অবাধ মুক্ত দুয়ার
পুষ্টিগুণে ভরা ও' দুধ বাড়বে গায়ের জোর।

© অজিত কুমার কর