ট্রায়োলেট : মুখ ফিরিয়ে যায়
অজিত কুমার কর
জল দিলে নেভে না শিখা একটু পরশ চায়
সু-কোমল কর কে বাড়াবে পাই না দেখা তাঁর
দেখতে দেখতে পলাশ ঝরে বসন্ত ফুরায়
জল দিলে নেভে না শিখা একটু পরশ চায়।
কে ভরাবে শূন্য হৃদয় শুধাই যারা যায়
ত্রস্ত পা'য়ে এগিয়ে চলে ফিরায় না মুখ আর
জল দিলে নেভে না শিখা একটু পরশ চায়
সু-কোমল কর কে বাড়াবে পাই না দেখা তাঁর ।
© অজিত কুমার কর