ট্রায়োলেট : কী এনেছ
অজিত কুমার কর
কী রয়েছে হাতের মুঠোয় চাঁপা না কামিনী
দৃষ্টিগোচর হচ্ছে না তা সুবাস আসছে ভেসে
চাঁপা আমার পছন্দ খুব ওর সুগন্ধ চিনি
কী রয়েছে হাতের মুঠোয় চাঁপা না কামিনী।
চাঁপা আছে জুঁই ও আছে বুঝেছ রঙ্গিনী
কিনে নিলাম দুইটা মালা প্রবাস থেকে এসে
কী রয়েছে হাতের মুঠোয় চাঁপা না কামিনী
দৃষ্টিগোচর হচ্ছে না তা সুবাস আসছে ভেসে।
© অজিত কুমার কর