তৃণের আত্মকথন
অজিত কুমার কর
নিজেকে নিয়েই ব্যস্ত মানুষ
বড়ই স্বার্থপর
আর কারও কথা ভাবে না মোটেও
পাষাণের অন্তর।
আমাকে তোমরা মাড়িয়ে চলছো
করিনি তো প্রতিবাদ
সহিষ্ণুতার শিক্ষা নিলে না
বাহুবলে উন্মাদ।
ফণীমনসাকে পারবে মাড়াতে
দেখলেই পিছুটান
কী রকম ভীতু, কাপুরুষ বোঝো
বাঁচাতে আপন প্রাণ।
হাতি-গণ্ডার-হরিণ-জিরাফ
আর যারা খায় ঘাস
মহিষ-জেব্রা-গোরু-মোষ-ভেড়া
করত কি উপবাস?
উপড়ে ফেলতে সদা তৎপর
ঠাঁই নাই ঠাঁই নাই
কংক্রিটে যদি ভরে চরাচর
তবে কি আকাশে ঠাঁই?
© অজিত কুমার কর