তোমার আলোর ঝরনাধারায়
অজিত কুমার কর
তোমার আলোকরশ্মি সে তো উত্তরণের মই
ওই আলোকে সারাটাদিন শুচিস্নাত হই।
সকল দিকেই ছড়াও প্রভা তুমি জ্যোতির্ময়
তোমার ছোঁয়ায় প্রতিদিনই ঘটে অভ্যুদয়।
সৃষ্টি তোমার অপরিসীম অমূল্য সম্ভার
ওখান থেকে গ্রহণ করি শুদ্ধ সারাৎসার।
তোমার কন্ঠে আজও শুনি উজ্জীবনের গান
সঞ্জীবনী সুধা সে তো নাড়িতে দেয় টান।
দুঃখে তুমি হওনি কাতর তরঙ্গহীন জল
অপরিসীম ধৈর্য তোমার সংকল্পে অটল।
জানি আমি পড়ছে ঝরে তোমার আশীর্বাদ
তা না হলে পদে পদে ঘটতো পরমাদ।
তোমার কাছে সহজে পাই সহিষ্ণুতার পাঠ
আমার হৃদয় সিংহাসনে তুমি তো সম্রাট।
তোমার সুরের পরশ পেলে প্রাণের সঞ্জীবন
একতারাটি বাজিয়ে চলে আমার বাউল মন।
© অজিত কুমার কর