তোমায় বলছি
অজিত কুমার কর
সবুজ কোথায় হারিয়ে গেছে
সোনার বরন তোমার গা
তুমিই এখন সঙ্গী আমার
সচল আছে দুইটি পা।
অস্থিচর্মসার এ দেহ
সঙ্গীবিহীন কাটাই দিন
তোমায় দেখে থমকে দাঁড়াই
আকাশ কিন্তু বেশ রঙিন।
ও রং একটু লাগলো গালে
কিন্তু দেখার কেউ তো নেই
কুলায়-ফেরা বুলবুলিটা
বসলো গিয়ে ওই ডালেই।
ঝরবে কবে তুমিই জান
আর জানে তা তোমার মা
সবুজ পাতা দুলছে হাওয়ায়
নীরব এখন পাখির ছা।
পাতা ঝরলে পাতা গজায়
হয় না এটার ব্যতিক্রম
আমার কাজও শেষ হল প্রায়
দ্রুতলয়ে করছি শ্রম।
তোমার মতোই আমিও তো
মিশে যাব মৃত্তিকায়
যতদিন প্রাণ আছে দেহে
কিছু করি এ মন চায়।
© অজিত কুমার কর