টইমেলাতে যাব
বইমেলাতে যাব না আজ টইমেলাতে যাব
বই ছাড়া আর সবই আছে হাত বাড়ালেই পাব।
শ'তিনেক বই আলমারিতে
টই যদি পাই মাঘের শীতে
কফির কাপে চুমুক দেব ভাগ করেছে সব খাব।
কোথায় টই
বই আছে টই কই শুধু মেলা বই
লক্ষ লোকের ভিড়ে জোর হইচই।
বই কিনে বেগে রাখি
ভাবছি শুধাব নাকি
মন বলে কী হল রে পেলি না তো টই।
© অজিত কুমার কর